Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
গ্রীষ্মের তাপদাহে পুড়ছে দেশ। প্রচন্ড গরমে শ্রমজীবী মানুষের জীবন ওষ্ঠাগত। ঘরে-বাইরে গরমের তীব্র যন্ত্রণায় শিশু-কিশোরসহ সকল বয়সী মানুষ দিশেহারা। এর মাঝে লোডশেডিং হলে তো কথাই নেই। এ সময় একটু শীতল পরশ পেতে কার না ভালো লাগে। ঐতিহ্যগতভাবেই বাংলার মানুষ তালপাতার পাখার উপর নির্ভর করে। তাই দেশজুড়ে তালপাতার তৈরি হাতপাখার কদর বেড়েই চলেছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে তাল পাতার পাখা। আর এসব পাখা তৈরির কাজে যুক্ত থেকে অনেক পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। গরমে হাতপাখার চাহিদা থাকায় এ শিল্পে শ্রমিকের সংখ্যাও বাড়ছে। গতকাল রাজধানীর বাড্ডা এলাকা হতে ছবিটি ক্যামেরা-বন্দী করছেন দৈনিক ইনকিলাবের ফটো-সাংবাদিক মতিউর সেন্টু