Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান দেলপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দলগত ডিসপ্লেসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল দৌড় প্রতিযোগিতা, বল নিক্ষেপ, মার্বেল দৌড়, দড়ি লাফ, মোড়গ লড়াই, বস্তা দৌড়, যেমন খুশি তেমন সাজো। শিক্ষকদের জন্য ছিল হাঁড়ি ভাঙা এবং অভিভাবকদের জন্য পিলো পাসিং গেম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সানোয়ার হোসাইন, সভাপতি, দেলপাড়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সেক্রেটারি মোঃ ফসিহুল আলম, উপদেষ্টা এম জামান তৌফিক এবং কোষাধ্যক্ষ মোঃ আমিনুর ইসলাম প্রধান। ছবি- ইকবাল হাসান নান্টু