Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
উওরা এলাকাবাসীর জন্য যানজট যেন নিত্য দিনের সঙ্গি নেই কোন সঠিক সমাধান,টঙ্গি থেকে মহাখালী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি। অথচ সড়কে ট্রাফিক পুলিশ নিয়মিত থাকলে ও সহসায় হচ্ছে না কোন সমাধান, তবে স্থানীয়রা ও রাস্তায় চলাচলরত মানুষ বলছে যেখানে সেখানে অপরিকল্পিত বাস স্ট্যান্ড,ইউ ট্রান ও রাস্তার তুলনায় গাড়ির মাএা বেড়ে যাওয়ার কারনে অনেকটা যানজটের আরেক কারন হয়ে দাড়িয়েছে।পাশাপাশি উভার পাঠাউ সহ মটরসাইকেল বেড়ে গেছে নগরীতে।ফলে যানজট নিরসনে মিলছে না কোন স্থায়ী সমাধান, জনসাধারনের ভোগান্তি দিনের পর দি বেড়ে চলেছে । ছবি আজ সোমবার উওরা,বিমানবন্দর,খিলক্ষেত,জিল্লুর রহমান ফ্লাইওভার ও বনানী থেকে তোলা - এস এ মাসুম