- প্রচ্ছদ
- ছবি
- ফটো গ্যালারি ( ২৫ অক্টোবর, ২০২২ )
ফটো সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের উপর সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকীর প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। জাগো নিউজের ফটো সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লব উপর সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকীর প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ২৫ অক্টোবর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করেছে সকল সাংবাদিক ও গনমাধ্যমকর্মীরা। এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, “ (বিপিজেএ) সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, ডিআরইউ সাবেক সভাপতি মুরছালিন ( নামানী), সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান খান, বিএফইউজের কার্য নির্বাহী সদস্য জাকির হোসেন, ফটো সাংবাদিক খোকন শিকদার, এম এ মাসুমসহ বিভিন্ন পত্র-পত্রিকা সাংবাদিক বৃন্দ। এ সময় সকল সাংবাদিক ও নেতাকর্মীবৃন্দ সাংবাদিক বিপ্লব দিক্ষিতের সাথে এই অন্যায়ের প্রতিবাদে বিশেষ বক্তব্য দেন। বক্তব্যে সকলেই, আমি সাংবাদিক বিভাষ দিক্ষিৎ বিপ্লবের উপর বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী এবং তীব্র প্রতিবাদ জানান। গত ৫ অক্টোবর ২০২২, বুধবার দিবাগত রাত আনুমানিক ১:০০ ঘটিকায় চট্টোগ্রাম টেরিবাজার এলাকার রাঘুনাথ বাড়ী মন্দিরে। শারদীয় দূর্গা পূজার নবমীর দিন। সেই উপলক্ষে আনুমানিক রাত ১১:০০টায় সাংবাদিক বিপ্লব দীক্ষিত তাঁর স্ত্রী সন্তান ও পরিবার পরিজন নিয়ে পূজার আনন্দ উদযাপন করতে রঘুনাথ বাড়িস্থ রঘুনাথ মন্দিরে যান। পূজা উৎসব উদযাপন করার পাশাপাশি তিনি তার ফেসবুকে পূজার লাইভ করছিলেন।এ সময় অভয় দত্ত (২৮) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা হঠাৎ লাঠিসোটা ও ভারী অস্ত্র-সস্ত্র নিয়ে তাঁর উপর আক্রমন করে এবং তাকে গুরুতর আহত করেন এমনকি তাঁর কাছে থাকা প্রায় ১ লাখ টাকার মুল্যবান প্রায় দেড় ভরি ওজনের স্বর্নের চেইন তাঁরা লুট করে নিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চট্টোগ্রাম মেডিকেল কলেজের হাস[পাতালে নিয়ে যান। স্থানীয় থানায় মামলা নিতে গড়িমসি করলেও পরবর্তীতে চট্টগ্রামের কোতয়ালী থানায় একটি মামলা করা হয় যার নাম্বার ৯৩২৭(৭)/১- ০৬/১০/২০২২। এলাকাবাসীর ভাষ্যমতে, “আক্রমণটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত একটি হত্যার আক্রমন । জানা যায়, ১০ দিন পার হওয়ার পর মামলার আসামীরা এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এবং তাঁরা এলাকায় জনসম্মুখে মামলার প্রায় গত ১৬ অক্টোবর আসামীরা বিপ্লব দিক্ষিতের চট্টগ্রাম টেরীবাজারের বাসায় গিয়ে তাঁর মা বেবী দিক্ষিৎ কে মামলা তুলে নেওয়ার জোড় জবরদস্তি করে এবং হত্যার হুমকী দেয়। সকল উপস্থিত গনমাধ্যমকর্মী ভাই ও বোনেরা এই প্রেস বিজ্ঞপ্তিটি আপনার টিভি চ্যানেল, অনলাইন ও প্রিন্ট মিডিয়া প্রচার এই অন্যায়ের বিরুদ্ধে পাশে থাকবেন।