Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
সউদী আরবের সাথে মিল রেখে একই দিনে রোযা ও ঈদ সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে এই নামে যে নতুন ফেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে, তার বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় মুফতী ও আলেম- ওলামাদের এক গুরুত্বপূর্ণ সভা আজ (৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার) বাদ যোহর লালবাগ মাদরাসায় অনুষ্ঠিত হয়। লালবাগ মাদরাসার ছদরে মুহতামিম ও মজলিসের শূরার সদর হযরত মাওলানা হাবিবুর রহমান হাজী সাহেব হুযুরের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন শায়খ যাকারিয়া ইনস্টিটিউটের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, আফতাব নগর মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী মোহাম্মদ আলী, দৈনিক ইনকিলাবের সহকারীসম্পাদক বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ওবায়দুর রহমান খান নদবী, লালবাগ মাদরাসার মুহতামিম হযরত মওলানা মহিবুল্লাহ, আজিমপুর ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম হযরত মওলানা সাখাওয়াত উল্লাহ, লালবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতী ফয়জুল্লাহ ও প্রধান মুফতী হযরত মাওলানা মুফতী ইয়াহইয়া।