Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
পুলিশ কর্তৃক ভোলার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে পরিকল্পিত ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা দুপুর একটায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আক্তার হোসেন এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেইটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ শেষে শহীদ মিনারেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন। আক্তার হোসেন তার বক্তব্য বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অগ্রভাগে থেকে আন্দোলন সংগ্রাম সফল করবে। পুলিশকে আওয়ামিলীগের গোলামি না করে দেশের জন্য লড়াই করার আহ্বান জানান। ইনকিলাব