Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা মালখানগর ইউনিয়ন আরমহল গ্রামের বাসিন্দা পলাসের গৃহপালিত পশু রাজ বিক্রমপুরী। তিনি বলেন আমার এই গরুটি সম্পন্ন প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়ে থাকে এবং ডাক্তার ধারায় সব সময় পরামর্শে রাখি। শুধু তাই নয় তিনি বলেন এবার বিক্রির জন্য হাঁটে উঠানোর চিন্তা নেই কেউ যদি বাড়ি থেকে নিতে চায় তাহলে আমি নিজ পৌঁছে দিয়ে আসবো কেননা এতে লোকবলসহ অনেক অর্থ খরচ হয় আর তাই আমার এই সখের গরুটি আমি বাড়ি থেকেই বিক্রি করতে আগ্রহী। গরুটির ওজন ৩০ মন। ফিজিআন জাতের এই গুরুটি যিনি কিনবেন জিতবেন বলে জানান। মূল্য চাইছেন ১০ লক্ষ্য টাকা। সিরাজদিখান মধ্যে সব চেয়ে বড় গরু। ছবি আজ রবিবার তোলা - এস এ মাসুম