Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২৪তম দিনের মতো চাকরি রাজস্বকরণের দাবিতে মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি অফনুষ্ঠিত হয়েছ। সেই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সারাদেশ থেকে আসা কর্মীরা বলেন, তারা ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছেন। ৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-২০১৬ অর্থ-বছর থেকে ৭ বছর ধরে দায়িত্ব পালন করছে। এই দক্ষ জনশক্তিকে রাজস্বখাতে স্থানান্তরের সহায়ক সকল পরিপত্র থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদফতরের যথাযথ পদক্ষেপের অভাবে বাস্তবায়ন হচ্ছে না। এই অবস্থায় এ সকল দক্ষ জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান তারা। উল্লেখ্য, এ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ ।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সুমন হোসেন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রকিবুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন সরকার, রংপুর বিভাগের সভাপতি মনোয়ারা আক্তার। এখন রাজস্ব করার কোন সিদ্ধান্ত বা আশ্বাস দেয়নিএবং কি দপ্তরে এই প্রকল্প ৩ য় ফেইজ করে জনবল রাখার মৌখিক সিদ্ধান্ত গ্রহন করলেও কাগজ কলমে বা কোন রেজুলেশন করা হচ্ছে না। এবং দীর্ঘদিন অবস্থান করে বহু কর্মচারী নানারকম শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে কেউ হসপিটালে কেউ বা নিজ বাড়িতে চিকিৎসা ধীন রয়েছে