Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।আজ সকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুর নেতৃত্বে দলের পক্ষ থেকে শহরের ইদ্রাকপুর কেল্লা সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়। এরপর নেতাকর্মীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীরা। পরে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান তারা - এস এ মাসুম