Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরীর উত্তরা ও গাজীপুর জেলার টঙ্গী এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল এবং মোঃ হাসানুজ্জামান। গাজীপুরের টঙ্গী বাজার এলাকা অভিযান পরিচালনাকালে কাপুড়ে ব্যবহৃত রং ফুড গ্রেড বলে চকলেট, আইসক্রিম, কেক, চানাচুরসহ অন্যান্য খাদ্য সামগ্রী তৈরিতে ব্যবহারের উদ্দেশ্য বিক্রি করার অপরাধে মা জেনারেল স্টোরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ৯ কেজি কাপুড়ে ব্যবহৃত রং জব্দ করা হয়। একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে রিমন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। - ছবি- ইকবাল হাসান নান্টু।