Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারাদেশ ব্যাপী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি জেলার উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনের মূল সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সরদার মোঃ নুরুজ্জামান এবং ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক সরদার শাফায়াত বক্তব্য রাখেন। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে এই মাফিয়া সরকারের পদত্যাগ দাবি করেন নিত্যপণ্য সহনীয় পর্যায়ে আনার জোর দাবি জানান।