- প্রচ্ছদ
- ছবি
- ফটো গ্যালারি ( ২৫ ফেব্রুয়ারি, ২০২২ )
নেতৃত্বের চাবিকাঠি বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর চকবাজার আমানিয়া রেষ্টুরেন্টে তরুন প্রতিভাবান লেখক আ.স.ম আল আমিনের লিখিত ( নেতৃত্বের চাবিকাঠি) বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র খেলাফতের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট কলামিস্ট, মিড়িয়া ব্যক্তিত্ব মুফতী আনসারুল হক ইমরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কো- অপারেটিভ বুক সোসাইটি লিঃ এর সম্মানিত ম্যানেজার এ্যডভোকেট সোহেল রানা মিঠু। আরো উপস্থিত ছিলেন, দ্যা স্কলার্স ফোরামের সম্মানিত পরিচালক ইন্জিনিয়ার আবুল খায়ের, ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবুল হাসিম শাহী, আজিম উদ্দীন আজাদ, সহ অন্যান্য মেহমানবৃন্দ, মেহমানারা বলেন, গুনে ধরা এই সমাজকে পরিবর্তন করার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন, নেতৃত্বের চাবিকাঠি বইটি একজন নেতা কিভাবে যোগ্যতার সাথে সমাজকে পরিচালনা করবে তা ধরিয়ে দিবে ইনশাআল্লাহ। সর্বোপরি সকলেই বইটির সাফল্য কামনা করেন