Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আন্তর্জাতিক বিষয়ক অফিসের আয়োজনে বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা এবং করোনার প্রভাব শীর্ষক বিশেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্লানটেশন ইন্ডাস্ট্রিজ এ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ইউএপির আন্তর্জাতিক পরিষদের সদস্য দাতুক হাজাহ জুরাইদা বিনতে কামারউদ্দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এমপি ।প্রধান আলোচক দাতুক হাজাহ জুরাইদা, ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মাদ হাশিম, ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. এম আলাউদ্দিন এবং সদস্য জনাব কে এম মজিবুল হক। অনুষ্ঠান শেষে উভয় দেশের মন্ত্রী ও বিশেষ অতিথির মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয় ।