Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে একুশের চেতনা আত্মত্যাগ ও অধিকার আদায়ের প্রেরণা শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম সহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামাল হায়দার বলেন একুশের চেতনা যুগে যুগে আমাদের অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে।