Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
রাজারবাগ মোড় থেকে কমলাপুর রেলস্টেশনগামী সড়কটির এক পাশে মতিঝিল সেন্ট্রাল গভমেন্ট বয়েজ স্কুল, মতিঝিল সেন্ট্রাল গার্লস স্কুল, আইডিয়াল স্কুল এবং মতিঝিল মডেল স্কুলের মতো খ্যাতিমান স্কুলের অবস্থান। অন্যপাশে ইসলামী ব্যাংক হাসপাতাল, প্যাসিফিক হাসপাতাল এবং পরে কমলাপুর রেল স্টেশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে। অথচ এ রাস্তার ওপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মোটর কোম্পানির ড্রাইভিং শেখানোর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। স্কুল শুরু এবং ছুটির পর এসব গাড়ির জন্য রাস্তাটিতে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। এতে স্কুলের শিক্ষার্থীদের প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া হাসপাতালে আসা রোগী এবং কমলাপুর স্টেশনে যাওয়া মানুষদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রতিদিনের এই ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন। ভুক্তভোগীদের আকুতি এ বিষয়টির প্রতি কর্তৃপক্ষ সুদৃষ্টি দেবেন কী? -ইনকিলাব