Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঢাকা জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়া আজ জমিয়াত কেন্দ্রীয় দপ্তরে তা পুনর্গঠন করা হয়। কমিটির পুনর্গঠনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জমিয়াত সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছাদেক হাসান। সাভার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছালেহ সভাপতি ও নান্নার নূরুল হক ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দীন সেক্রেটারী হিসেব নির্বাচিত হয়ে জমিয়াতুল মোদার্রেছীনের সকল কর্মকান্ডকে বেগবান করার লক্ষ্যে, মাদরাসা শিক্ষা, শিক্ষ-কর্মচারী ও শিক্ষার্থীদের উন্নয়নে আত্মনিয়োগ করবেন বলে আশ্বাস প্রদান করেন। ছবি- ইকবাল হাসান নান্টু।