Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
সম্প্রতি ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম’-এর অধীনে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এই চুক্তির ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র, মাঝারি ও কুঠির শিল্প উদ্যোক্তাদের জন্য বিদ্যমান ক্রেডিট প্রাপ্তি প্রক্রিয়াটি আরও সহজ হবে, যা এসব অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (প্রথম সারিতে বাম থেকে) বাংলাদেশ ব্যাংক-এর যুগ্ম পরিচালক মো. অলিউল ইসলাম; সিজিএস ইউনিট-এর উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম; সিজিএস ইউনিট-এর মহাব্যবস্থাপক এসএম মহসিন হোসেন; আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ শামস; এসএমই প্রধান মোহাম্মদ মাহমুদুর রহমান শাওন এবং (পেছনের সারির বাম থেকে) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর নির্বাহী বিপুল দেব এবং সহকারী ব্যবস্থাপক এস এম মাহামুদুল ফরিদ।