Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি
ফ্রান্সে ইসলামের অবমাননার প্রতিবাদে গাজীপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। আজ বাদ জোহর, হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার ব্যানারে মিছিল ও সমাবেশে, সভাপতিত্ব করেন মুফতি মাসউদুল করিম, মুফতী নাছির উদ্দিন খানের পরিচালনায়, বক্তব্য রাখেন মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, জেলা সেক্রেটারী মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মুফতী আবু নাঈম কাসেমী, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মুফতি আতাউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। প্রায় দুই হাজার তৌহিদী জনতা মিছিলে অংশগ্রহণ করেন, মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভা করে সমাপ্ত হয়। সমাবেশ থেকে ফ্রান্সের প্রেসিডেন্টর তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণার দাবি করেন। রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার জন্য রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়।