Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা - ২ মামলা, আটক ৩

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:২৩ পিএম

ফরিদপুরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় ৬৯ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কদমতলি গ্রামের মৃত আবদুল করিম মাতব্বরের ছেলে মজিবুর রহমান (৫২), ধুতড়া হাটি সাত্তার শেখের ছেলে সেলিম হোসেন (২৭) ও একই গ্রামের দেলোয়ার শেখের ছেলে সজীব শেখ (১৮)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানায় শুক্রবার রাতেই ৬৯ জনকে আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে।

।আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন বাদী হয়ে সংসদ উপনেতার গাড়ি বহরে হামলা মামলাটি করেন এবং পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় ওপর মামলাটি করেন এসআই হুমায়ুন।এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ