Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়বস্তু চূড়ান্ত হবে

আ‘লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা আজ

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক যৌথসভা আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজকের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় নির্বাচন কমিশনের সঙ্গে আগামী ১৮ অক্টোবর আওয়ামী লীগের সংলাপের বিষয়বস্তু চূড়ান্ত হবে। সভায় বিগত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গাদের মানবাধিকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের বিষয়েও আলোচনা হবে। দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তার সাহসী ও নেতৃত্বসূলভ বক্তব্যের জন্য ধন্যবাদ দেয়া হবে। এছাড়া, প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটি নেয়াকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অনাকাঙ্খিত বিতর্ক তৈরি হয়েছে সে বিষয়েও অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।
সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আসন্ন জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং (ই-ভোটিং) পদ্ধতির প্রস্তাব দেবে আওয়ামী লীগ। একই সঙ্গে সংবিধান অনুযায়ী শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরকারের প্রধান করার পক্ষে দলীয় অবস্থানের সিদ্ধান্তও কমিশনকে জানাবে দলটি। ১৮ অক্টোবর ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়ার দিন ধার্য্য আছে আওয়ামী লীগের। এরই মধ্যে দলের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের আজকের সন্ধ্যার বৈঠকে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব ইসিতে দেয়া হবে তা চূড়ান্ত করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের অনেক প্রস্তাব রয়েছে। নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা। আমরা ই- ভোটিংয়ের পক্ষে। মূলত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ দুটি দাবি জোরালোভাবে জানাব। কার্যনির্বাহী কমিটির বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ