Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় মজুরি কমিশন ঘোষণা বাস্তবায়নের দাবি শ্রমিক-কর্মচারীদের

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫-এর সুপারিশ অনুযায়ী মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ৩০ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ। অন্যথায় প্রতিনিধি সভা করে কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেছেন পরিষদের নেতৃবৃন্দ। রাষ্ট্রায়ত্ত কেমিক্যাল, স্টিল, সুগার ও বন শিল্প করপোরেশনের বিভিন্ন শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত এই পরিষদ গতকাল রাজধানীর স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের আহব্বায়ক খান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের যুগ্ম আহŸায়ক এম কামাল উদ্দিন ও আব্দুল কুদ্দুস, সদস্য শেখ নুরুল হাদী প্রমুখ। বক্তারা বলেন, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫-এর সুপারিশ অনুযায়ী ওই বছরের ১ জুলাই থেকে মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। এ জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মানববন্ধনসহ সংশ্লিষ্ট দপ্তরে আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে কঠোর কর্মসূচি আসবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ