Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত আইনমন্ত্রী গণভবনে অবস্থান করেন। গণভবন সূত্র জানায়, এসময় প্রধানমন্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যও সেখানে ছিলেন। ব্যারিস্টার ফজলে নূর তাপস ও প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই শেখ জুয়েলসহ আরও কয়েকজন গণভবনে উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও তার চিকিৎসার খোঁজখবর নেন আইনমন্ত্রী। সূত্র জানায়, আইনমন্ত্রী সা¤প্রতিক বিভিন্ন বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। সেখানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রসঙ্গও উঠে আসে। তার ছুটিতে যাওয়াসহ বিভিন্ন বিষয়ও উঠে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ