Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘গৃহবন্দী’ প্রধান বিচারপতি মন্দিরে গেলেন কীভাবে

বিএনপির কাছে ওবায়দুল কাদেরের প্রশ্ন

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি এস কে সিনহাকে ‘গৃহবন্দী করে রাখা হয়েছে’ বলে বিএনপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের প্রধান খালেদা জিয়া লন্ডন থেকে দেশে না আসার হতাশা চাপা দিতে বিএনপি নেতারা এ ধরনের মন্তব্য করছেন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে কাদের বলেন, প্রধান বিচারপতি যদি গৃহবন্দিই হন তাহলে তিনি মন্দিরে গেলেন কীভাবে?

গতকাল শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের অফিস সহকারী মো. সিরাজ মিয়ার জানাজায় অংশ নেয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। গত বৃহস্পতিবার রাত ৩টায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিরাজ। জানাজা শেষে গতকাল সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। সিরাজ মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধান বিচারপতির সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না এবং তার টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে বিএনপির সিনিয়র নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের অভিযোগ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতি যদি গৃহবন্দিই হন তাহলে তিনি মন্দিরে গেলেন কীভাবে?
প্রধান বিচারপতির ছুটির আবেদনে স্বাক্ষর জালের বিএনপির অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, স্বাক্ষর জালিয়াতির বিষয়টা মওদুদ আহমদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আসলে স্বাক্ষর জালিয়াতির বিষয়টা ভুতের মুখে রাম রাম। তিনি আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে আশা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তিনি যে লন্ডনে গেছেন, ফিরে আসবেন কি না- এটা নিয়ে তাদের মধ্যে চরম হতাশা। এই হতাশা থেকে বিএনপি নেতারা প্রধান বিচারপতিকে নিয়ে নানা কথা বলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ