Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান বিচারপতি সরকারের ক্ষোভের শিকার -রিজভী আহমেদ

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তিনি বলেন, আইনমন্ত্রী বললেন, প্রধান বিচারপতির ক্যান্সার হয়েছে। অথচ গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিলেন। অর্থাৎ প্রধান বিচারপতিই সরকারের টাগের্ট। তিনি সরকারের ক্ষোভের শিকার হয়েছেন। এটা বিচার বিভাগের ভিত্তির ওপর আঘাত বলে মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ২০–দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে অপহরণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।
রিজভী আহমেদ বলেন, একাত্তরের চেতনা কি এই ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই গুম হবে? মুক্ত বক্তা ও দৃঢ়চেতা মানুষকে সরকার পছন্দ করে না।
প্রধানমন্ত্রীকে ‘সুপ্রিম জাস্টিস’ আখ্যায়িত করে তিনি বলেন, কার বিচার বা শাস্তি হবে, তার রায় লেখা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সুপ্রিম জাস্টিস বসানোর বিরুদ্ধে বিএনপি পথে পথে প্রতিরোধ গড়ে তুলবে।
সুপ্রিম কোর্টের প্রধানকে বলা হয় প্রধান বিচারপতি বলে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, এই ওপরে এখন আরো একটি সুপ্রিম জাস্টিস হবে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসবেন। তিনি হচ্ছেন, প্রধানমন্ত্রী। তিনি এখন হয়ে যাবেন সবার ওপরে। কার বিচার ও শাস্তি হবে, সেই রায় এখন লেখা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। অথ্যাৎ পাল্লামেন্ট, বিচারবিভাগ, আর নির্বাহী বিভাগের প্রধান তো তিনি আছেন। এটা আমরা সহ্য করতে পারি না। আমাদের এই অবস্থার উত্তোরণ ঘটাতে হবে। আমরা ২০ দল বসে থাকবো না। এই বিরুদ্ধে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। পথে পথে প্রতিরোধ করতে হবে।
বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই গুম, অপহরণ ও বিচারবর্হিভূত হত্যার শিকার হতে হবে। এটা কি একাত্তরের চেতনা? আওয়ামী লীগ এটাকে একাত্তরের চেতনা বলে মনে করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ