Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে চার ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা

চার ঘণ্টার ব্যবধানে রাজধানীর মহাখালী ও কমলাপুরে দুটি আলাদা ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুজন মারা গেছেন। রেলওয়ে পুলিশ থেকে জানা গেছে, নিহত একজনের বয়স ৪৫, অন্যজনের বয়স ২৫ বছর। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই রাশেদ রানা বলেন, গতকাল শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে মহাখালী রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। এ সময় সিলেট থেকে ঢাকার কমলাপুরগামী সুরমা মেইলের নিচে পড়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরনে ছিল ছাই রঙের একটি ফুল প্যান্ট। তবে শরীরের ওপরের অংশে কোনো পোশাক পরা ছিল না। প্যান্টের পকেটে সামান্য কিছু টাকা পাওয়া যায়। অন্যদিকে গতকাল সকাল ১০টার দিকে কমলাপুর তিন নম্বর প্ল্যাটফর্মের সামনে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবক মারা গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ