পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো
নায়ক সালমান শাহকে খুন করা হয়েছে অভিযোগ করে তার মা নীলা চৌধুরী বলেছেন, সত্য কখনো চাপা থাকেনা। তাকে হত্যা করা হয়েছে, এমন তথ্য এখন বের হতে শুরু করেছে। একদিন তা প্রমাণিত হবে। গতকাল (শুক্রবার) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলন থেকে আজ শনিবার নগরীর মুসলিম হলে সালমান শাহর খুনিদের গ্রেফতারের দাবিতে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। তিনি বলেন পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে এমন কর্মসূচি পালিত হবে।
সন্তান হত্যার বিচারের দাবিতে ২২ বছর ধরে লড়াই করে যাচ্ছেন দাবি করে তিনি বলেন, আমি শুরু থেকে দাবি করে আসছি তাকে হত্যা করা হয়েছে। যা সামিরার মামি রুবি সুলতানা বার বার বলে যাচ্ছে। তার স্বামী, ভাই, পুত্রসহ সবাই এই হত্যাকান্ডে জড়িত ছিল। রুবির সন্তান বিকিকে দিয়ে হত্যার আলামত সামিরা নষ্ট করেছে। রুবি বার বার বলছে নীলাভাবি আমাকে যদি মেরে ফেলাও হয় তবুও আপনি মামলা থেকে পিছু হঠবেন না। সালমান আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, শুধু রুবি সুলতানা নয় এর আগেও একজন খুনি রিজভী ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছে রুবির মতো সেও খুনের সঙ্গে জড়িত ছিলো। কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বর্ননাও সে দিয়েছে। তিনি বলেন এরপরও ডিবি, সিআইডিসহ তদন্তকারী সংস্থা প্রকৃত রহস্য উদঘাটন না করে মামলাটি নিয়ে প্রহসন করছে। তারা এটিকে আত্মহত্যা বলে প্রচার করছে। তবে আমি কখনো তাদের এ প্রহসন মেনে নেই নি। আমি মামলা চালিয়ে যাব যতদিন খুনিরা ধরা না পড়ে।
সালমানের শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করে নীলা চৌধুরী বলেন নাসিরাবাদে আপন নিবাসে সালমানকে খুনের চেষ্টার পরও তিনি কেন মামলা করেননি। তাকে যেদিন মেরে ফেলা হয় সেদিন তিনি কেন বিমানে ঢাকায় যাননি। সালমানের শৈশব চট্টগ্রামে কেটেছে জানিয়ে তিনি সে সব দিনের স্মৃতিচারণ করেন। সংবাদ সম্মেলনে তানভির সায়েম, মাসরুর চৌধুরী, আরিফ জয় ও সালমান হায়দার উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।