পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ায় আমরা মর্মাহত ও দু:খিত বলে জানিয়েছেন গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে কল্যাণ পার্টি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান মেজর (অব.) মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের অপহরণের প্রতিবাদে ও সন্ধানের দাবিতে’ এই কর্মসূচিতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আশা ছিল, প্রধানমন্ত্রী আমাদের জন্য একটি নোবেল পুরস্কার আনবেন। এতে আমরা বঞ্চিত হলাম, আমরা বিরাট সম্মান পেলাম না। প্রধানমন্ত্রী নোবেল না পাওয়ায় আমরা মর্মাহত ও দু:খিত। আরো মর্মাহত, প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি নিজ দেশে চিকিৎসা করবেন। কিন্তু পিতার মত তিনি বিদেশী চিকিৎসা করলেন।
আজকে জাতির বড় দু:সময় মন্তব্য করে তিনি বলেন, কয়েক বছর আগে থেকেই এই দু:সময় শুরু হয়েছিল। তখন বিচার বিভাগ নিশ্চুপ বসে ছিলেন। যখন বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী বিনা কারণে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় ছিলেন, সেই সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা চোখ বুঝে বসে ছিলেন। সেই দু:সময়ের শিকার তিনি হয়েছেন- বলে মন্তব্য করেন তিনি।
‘বিগত সময়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গুম, নির্যাতন ও বিচারবর্হিভূত হত্যা ও প্রধান বিচারপতির আক্রমণ’- এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধান বিচারপতি যে দু:শাসনের শিকার হয়েছেন, অন্য বিচারপতিরাও সেই দু:শাসনের শিকার হতে পারেন। যারা এখনও মুখ চুপ করে আছেন। তাই বিচারপতিদের বলবো, বিরোধী দলের নেতাকর্মীদের জামিন দেন, মুক্তি দেন এবং তাদের রাজনীতি করতে দেন। অন্যথায় এধরনের আরো ঘটনা ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন জাফরুল্লাহ। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশে ফিরিয়েই রাস্তায় নামার পরামর্শ দেন তিনি। ###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।