Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহজেই মিলছে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স

প্রতারক চক্রের ৫ জন গ্রেফতার

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সহজেই মিলছে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স। একটি প্রতারক চক্র শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে সক্রিয় রয়েছে। গত বুধবার দিবাগত রাতে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুলে অভিযান চালিয়ে এ চক্রের ৫ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৫৮ জেলার এসপি ও ৫৯ থানার ওসির ৫৭৭টি সিলসহ ১৪৫০ পিস ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জব্দ করে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ আব্দুল বারেক, আকাশ, সাব্বির হোসেন, শহীদুল হক মিজান ও মোরশেদ ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের নামে সাধারণ মানুষকে হয়রানি ও মোটা অঙ্কের নগদ অর্থ হাতিয়ে নিয়ে আসছে। পুলিশের ছাড়পত্র নিতে এখন আর থানায় থানায় ঘুরতে হয় না; ঘরে বসে অনলাইনে আবেদন করেই স্বল্প সময়ে পাওয়া যায়। বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা দেশে বা দেশের বাইরে যেকোনো স্থান থেকেই ইন্টারনেট ব্যবহার করে ঢ়পপ.ঢ়ড়ষরপব.মড়া.নফ ঠিকানায় অথবা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (িি.িঢ়ড়ষরপব.মড়া.নফ) থেকে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারবেন। আব্দুল বাতেন বলেন, স¤প্রতি বেশ ক’টি চক্র পুলিশের সম্পৃক্ততা ছাড়াই টাকার বিনিময়ে দ্রæত পুলিশ ক্লিয়ারেন্স দেয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। যারা বিদেশে যাচ্ছেন তারা আসল নাকি ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন তা ভেরিফিকেশন হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভেরিফিকেশন করেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়। তবে ভুয়া ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখার জন্য তৃতীয় কোনো কর্তৃপক্ষ নেই। বিদেশে যাওয়ার পর বিষয়টি ধরা পড়ে। তিনি বলেন, এ সার্টিফিকেটের একটি বৈশিষ্ট্য হলো, এতে একটি কিউআর কোড প্রিন্ট করা থাকে। যেকোনো স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করলে ইস্যুকৃত সার্টিফিকেটের একটি অনলাইন লিংক পাওয়া যায়। লিংকটি ভিজিট করলে ইস্যুকৃত সার্টিফিকেটের একটি অবিকল ডিজিটাল কপি দেখা যাবে। কোনো বিদেশি মিশন অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যাচাই করতে পারবেন। ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তাহলে অনেকেই বিদেশে যাচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভুয়া সার্টিফিকেট যেহেতু মিলছে, সেহেতু ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেকেই বিদেশ যেতে পারে। ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্তির বিষয়টি বিদেশে ধরা পড়া বাংলাদেশের জন্য নেতিবাচক। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের বিষয়ে অভিযোগ করেননি। তবে এ বিষয়ে সকলকে সর্তক হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ