Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে ৪০ কোটি টাকায় নির্মিত হচ্ছে ১০টি সড়ক

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো
উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের ত্রাণ সরবরাহে গাড়ি চলাচলসহ সুবিধার্থে এবং অন্যান্য প্রশাসনিক কর্মপরিচালনা ও দুর্গম এলাকায় সহজে যোগাযোগের লক্ষ্যে উখিয়ায় নয়টি সড়ক নির্মাণ করা হচ্ছে।
৪০ কোটি টাকা ব্যয়ের এসব নতুন সড়ক জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উখিয়া উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, সরকারের নির্দেশে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উখিয়ায় নয়টি ও টেকনাফে একটি এইচবিবি সড়ক নির্মাণ করা হচ্ছে। নির্মাণাধীন সড়কগুলো হলো রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়নের কুতুপালং-মধুর ছড়া, মাছকারিয়া, বালুখালী, থাইংখালী, তাজুনিরমার খোলা, হাকিম পাড়া, ঘোনার পাড়া। এ ছাড়া টেকনাফের মুছনি ক্যাম্পেও নতুন রাস্তা নির্মাণ হচ্ছে। সড়ক নির্ধারণের কাজ ইতিমধ্যে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণবাহী গাড়ি দ্রæত পৌঁছানোর লক্ষ্যে সরকারের নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইটের সলিন রাস্তা নির্মাণ করা হচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে বলেও তিনি আশা করছেন।
উখিয়ার থাইংখালী তাজনিরমার খোলা অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প-৬ এর ত্রাণকাজে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার উদ্দিন আরফাত বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে। এ সড়কগুলো নির্মাণ করায় ত্রাণকাজে নিয়োজিত গাড়ি চলাচল ও সার্বিক কর্মপরিচালনায় সহজ হয়েছে।
উখিয়ায় ৭টি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে ৯টি এইচবিবি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আশিষ কুমার পাল। কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী এস এম শাহেদুল রহিম জানান, ওই ১০টি নতুন রাস্তা নিমার্ণে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা।
এদিকে সরকার বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যেমন বিশ্বব্যাপী যেমন মানবিকতায় প্রশংসিত হয়েছেন একইভাবে রোহিঙ্গা ক্যাপম্পে এই সড়ক গুলো নিমার্ণনের কারণে সরকারের অন্তরিকতার বহিপ্রকাশ বলেই মনে করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ