পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া তিন লাখের অধিক রোহিঙ্গা এখনো বসবাসের জন্য পর্যাপ্ত জায়গা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছে না বলে মনে করে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
এমনকি হাজার হাজার রোহিঙ্গার মাথার ওপরে অস্থায়ী ছাদও নেই। ফলে শরণার্থী শিবিরের মানুষজন বৃষ্টিপাতের মধ্যে খোলা আকাশের নিচে বসবাস করছে। জাতিসংঘের জরুরী অপারেশন প্রধান ইমাম মোহাম্মদ আবদিকার জেনেভাতে তাদের দ্রæত আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন বলে মত দিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ৫০ হাজার মানুষের জন্য প্রয়োজনীয় ত্রিপল, কম্বল ও মাদুর ত্রাণ হিসেবে পাঠানো হয়েছে।
গত আগস্ট থেকে ৫ লাখেরও অধিক মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। রাখাইনে মুসলিম জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর হামলায় হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংসের কারণে তারা রাখাইন ত্যাগ করেন।
আইওএম এর মুখপাত্র জোয়েল মিলম্যান এক সংবাদ সম্মেলনে জানান, এখনো প্রতিদিন অসংখ্য মানুষ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। সূত্র : ডিপিএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।