পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। তিনি বলেছেন, সরকারি চাকরি অনেক মূল্যবান। আপনারা যে পদে আছেন এই পদে থেকে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মে জড়াবেন না। আগে যা করেছেন সব ভুলে যান। অনিয়ম পেলে কাউকেই ছাড় দেয়া হবে না। চাকরিচ্যুত করা হবে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টে কর্মরত বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের মিলনায়তনে এসব কথা বলেছেন বলে সূত্রে জানা যায়।
বেঞ্চ অফিসারদের উদ্দেশে প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, হাইকোর্টের কোনো বেঞ্চের দৈনন্দিন মামলার কার্যতালিকায় এদিক-সেদিক করবেন না। আমি গোয়েন্দা লাগিয়ে রেখেছি। আইনজীবীরাই আমার গোয়েন্দা। কোনো আইনজীবী এ ধরনের অভিযোগ করলে আমি দ্রæত ব্যবস্থা নেব। তিনি বলেন, কোনো রায় বা আদেশ বিচারক কর্তৃক স্বাক্ষর হওয়ার পর তা দ্রæত সংশ্লিষ্ট শাখায় পাঠিয়ে দেবেন। দিনের কাজ দিনে শেষ করবেন।
প্রধান বিচারপতির কার্যভার পালন করা এই বিচারপতি বলেন, এর আগে আমি বহুবার এই দায়িত্ব পালন করেছি। এবার একটু বেশি সময়ের জন্য দায়িত্ব পেয়েছি। তার আগে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ছিলাম। আমি সিনিয়র আইনজীবী থেকে বিচারপতি হয়েছি। তাই সব কিছু আমার ভালোভাবে জানা আছে। আপনারা সাবধান হয়ে যান। অনিয়ম পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এসময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার মো.জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।