Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র রুকন এখন উত্তরার বাসায় দুই দফায় পুলিশের জিজ্ঞাসাবাদ

মেয়র রুকন এখন উত্তরার বাসায় দুই দফায় পুলিশের জিজ্ঞাসাবাদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ জামালপুর সরিষাবাড়ি পৌর মেয়র মোহাম্মদ রুকনুজ্জামান রুকনকে পুলিশ দুই দফায় জিজ্ঞাসাবাদ করেছে। প্রথমে উত্তরা পশ্চিম থানায় ডেকে নিয়ে পরে বাসায় গিয়ে জিজ্ঞাসাবদ করা হয়। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর তিনি উত্তরার বাসায় বিশ্রামে আছেন। পুলিশ বলছে তদন্তের স্বার্থে এ মুর্হুতে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত কোন তথ্যই জানানো যাবে না। প্রাথমিকভাবে জানা গেছে রাজনৈতিক দ্ব›দ্ব এবং দুই জন পৌর কর্মকর্তাকে চাকরী থেকে বরখাস্ত করার কারণে তাকে অপহরণ করা হতে পারে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, থানায় ও বাসায় দুই দফায় মেয়র রুকনুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল।
মেয়র রুকনুজ্জামান বলেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষসহ অনেক শুত্রু আছে। অপহরণের সন্দেহের তালিকায় তিনি তার সাবেক গানম্যানকে এবং বরখাস্ত হওয়া মিয়া হাসান মুন্নাকে রেখেছেন। কারণ ঘুষ গ্রহণের অভিযোগে মুন্নাকে বরখাস্ত করার পর সে কয়েক বার দেখে নেয়ার হুমকি দিয়েছিল।তবে তিনি পারিবারিক দ্ব›দ্বর বিষয়টি এড়িয়ে গেছেন। গতকাল উত্তরার বাসায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
পুলিশ জানায়, উত্তরা পশ্চিম থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মেয়র রুকনুজ্জামান অপহরণের ঘটনাটি তদন্ত করছেন।
পুলিশ জানায়, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মৃত্যুর আশঙ্কা জানানোর পর রাজধানীর উত্তরা থেকে সরিষাবাড়ী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রুকনুজ্জামান রুকন নিখোঁজ হন। পরবর্তীতে ৫২ ঘন্টার ব্যবধানে গত বুধবার তাঁকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে উদ্ধারের পর ঢাকায় এনে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে রুকন বলেছেন, ‘কিছু মনে নেই। ’ তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, পুরোপুরি সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের ধারণা, ব্যক্তিগত কারণে অপহরণ বা নিখোঁজ হয়েছিলেন মেয়র রুকন। এর পেছনে চারটি বিষয় সন্দেহ করা হচ্ছে। এগুলো হলো দল পরিবর্তন করে পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া, পৌরসভার এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা, দুই স্ত্রীকে নিয়ে দাম্পত্য কলহ এবং ব্যবসায়িক দ্ব›দ্ব।
এদিকে দুই বছর আগে রাজধানীর ইন্দিরা রোড থেকে একইভাবে নিখোঁজ হন সরিষাবাড়ীর আরেক আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ আবদুল হান্নান। এখনো তাঁর হদিস মেলেনি।
মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) শাহ জালাল গতকাল বলেন, বুধবার দুপুরে শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়ন পরিষদের সামনে থেকে মেয়র রুকনকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তিনি বলেন, একটি কালো মাইক্রোবাসে করে এনে তাঁকে এখানে নামিয়ে দেওয়া হয়। মাইক্রোবাসে তাঁর চোখ বাঁধা ছিল। এ বিষয়ে তাঁকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়।
গত সোমবার সকালে উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্কে প্রাতর্ভ্রমণ করতে গিয়ে পৌর মেয়র রুকন নিখোঁজ হন। তিনি উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ৬০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। নিখোঁজের আগের দিন রবিবার রাত ৯টা ১৩ মিনিটে মেয়রের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বলা হয়েছে, নতুন প্রজন্মের কাছে আমার আহŸবান আমাকে হত্যা করা হলেও তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা। নিখোঁজের পর রাতেই বড় ভাই সাইফুল ইসলাম টুকন উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন। নিখোঁজের ৫২ ঘণ্টা পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রুকনের সন্ধান মেলে। তবে রহস্যের কিনারা মিলছে না।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মেয়র রুকনের প্রথম স্ত্রী সরিষাবাড়ী সাতপোয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক। ওই ঘরে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছয় মাস আগে মেয়র রুকুন তাঁর বড় ভাইয়ের শ্যালিকাকে ঢাকায় বিয়ে করেন। সরিষাবাড়ীতে রুকনের ‘পিয়াজা ইতালিয়া’ নামে একটি তৈরি পোশাক বিক্রির দোকান রয়েছে। ঢাকায় রুকন একটি বায়িং হাউজের উপদেষ্টা। দ্বিতীয় বিয়ের পর থেকে তিনি উত্তরায় থাকেন। পৌরসভার কাজে প্রতি সপ্তাহে তিনি নিজ গাড়িতে সরিষাবাড়ী যান।
জানা যায়, রুকন এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির পদ পান। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জয়ী হন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ