ইভিএম-এ ভোট কেন?
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম-এ ১৫০ আসনে ভোট গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কাকতালীয় কিনা জানি না, ১৫০ সংখ্যাটা আমাদের এর আগে চিনিয়েছিলেন রকিবুল
গৌরীপুর বাজার যানজট মুক্ত হোক
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার অত্যন্ত ব্যাস্ততম একটি জায়গা। ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হওয়ায় মানুষের যাতায়াত অনেক বেশি। তিতাসের দুঃখ নামে এতদিন গৌরীপুর গোমতী বেইলি ব্রিজ ছিল। সেই ব্রিজ ছিল যানজটের মূল কারণ। নতুন ব্রিজ ছাড়া গৌরীপুরের যানজটের সমাধান হবে না এমন চিন্তাই ছিল জনমনে। কিন্তু নতুন করে ব্রিজ হওয়ার পরেও যানজটের সমাধান হচ্ছে না। বিশেষ করে গৌরীপুরের হাটবার রবিবারের দিন। ব্রিজের দক্ষিণ দিকে কাঠ বাজার বসায় যানজটের সৃষ্টি হচ্ছে মাত্রারিক্তভাবে। এছাড়া গৌরীপুর বাজারের যানজট প্রতিদিন লেগেই থাকে। রাস্তায় সিএনজিগুলোর স্টপিজ হওয়ায় যানজট থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মোহাম্মদ রহমান, গৌরীপুর বাজার, কুমিল্লা।
লোডশেডিংয়ের সিটি রংপুর
দেশের সপ্তম সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত হওয়ার পর রংপুরে বিভিন্ন দিক থেকে কিছু উন্নয়ন হলেও উন্নতি হয়নি বিদ্যুৎ সর্বরাহের ক্ষেত্রে। রংপুর সিটিতে প্রায় সময়ই বিদ্যুৎ পাওয়া যায় না। গরমে জনজীবন অতিষ্ট হয়ে দাঁড়িয়েছে। দিনের বেলায় তো লোডশেডিং নিয়মিত ঘটনাই, উপরন্তু সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত যে সময়টা ছেলেমেয়েরা লেখাপড়া করবে, মায়েরা রান্না করবে, যে সময় পরিশ্রমী মানুষরা বাসায় ফিরে একটু আরাম আয়েশ করবে, ঠিক সে সময়টাতেই বিদ্যুৎ পাওয়া যায় না। সামনে আসছে জেএসসি, এসএসসি, এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষা। এসব পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে, বিদ্যুৎ না থাকায় তাদের লেখা পড়ায় প্রচুর সমস্যা হচ্ছে। বেশিরভাগ সময় শিক্ষার্থীরা অলস সময় পার করছে। এতে লেখাপড়ায় ব্যপক ক্ষতি হচ্ছে। সরকারের উচ্চ মহল থেকে বার বার বলা হয়, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এখন আর লোডশেডিং নেই। কিন্তু হঠাৎ করে কী এমন ঘটনা ঘটলো যে, ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই বিদ্যুৎ পাওয়া যাবে না। রংপুরবাসীর জীবনে এ সমস্যা এখন প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রæত এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হাসিব মাহমুদ মোশাররফ
উওম হাজিরহাট, রংপুর ।
বার্মিজ পণ্য বর্জন করুন
শুধু আমার কলম কেন, পৃথিবীর কারো কলমই যেন রোহিঙ্গাদের বোবা চিৎকার আর চাপা কান্নার আর্তনাদ বুঝাতে পারবে না। আজ পত্র পত্রিকা খুললেই চোখে পড়ে রোহিঙ্গা নির্যাতনের হাজারো প্রতিচ্ছবি। পড়লেই ভেতরটা কেঁপে ওঠে। আমাদের যার পক্ষে যতটুকু করা সম্ভব রোহিঙ্গা ভাই-বোনদের প্রতি সহায়তার হাত বাড়ানোর আবেদন জানাচ্ছি। তাছাড়া, আমরা দৈনন্দিন জীবনে হাজারো বার্মিজ পণ্য ব্যবহার করি। যদি এভাবে আন্দোলন গড়ে তুলি যে, রোহিঙ্গাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে না দেয়া পর্যন্ত আমরা বার্মিজ কোন পণ্যই ব্যবহার করবো না; তাহলে একটু হলেও ওদের স্বার্থে আঘাত লাগবে। আসুন, আমরা আজ রোহিঙ্গাদের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হই, জনমত গড়ে তুলি তাদের পক্ষে। আর এখন থেকেই বার্মিজ পণ্য ছুঁড়ে ফেলি। আমার আপনার এতটুকু ত্যাগ-ই হতে পারে আজ নির্যাতিত রোহিঙ্গাদের একটু শান্তির পথের পাথেয়। এটা আজ সময়ের দাবি।
সিয়াম বিন আহমাদ
ইসলামী বিশ্ববিদ্যায়, কুষ্টিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।