Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের জন্য প্রয়োজনে একবেলা খাব -প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে প্রমাণ করেছি আমরা পারি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দুর্দশাগ্রস্ত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য সরকারের বাসস্থান, খাদ্য ও স্বাস্থ্য সুবিধাসহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যদি প্রয়োজন হয় দিনে এক বেলা খেয়ে আরেক বেলার খাবার রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ভাগাভাগি করে খাবে। দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর ওপর স্প্যান বসানোর খবরে উচ্ছ¡াস ও আবেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা প্রমাণ করেছি, আমরাও করতে পারি। আমি খুব খুশি। আমরা বাঙ্গালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা যা চাই, তাই করতে পারি, যদি আমরা সৎ ও সংকল্পবদ্ধ থাকি।
গত রবিবার সন্ধ্যায় রিট্জ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যদি আমরা ১৬ কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারি, প্রয়োজনে রোহিঙ্গাদের এই দুর্দিনে আরও পাঁচ/সাত লাখ মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারবো। আমরা দিনে একবেলা খেয়ে আরেক বেলার খাবার এই নিজ ভূখন্ড থেকে বিতাড়িত শরণার্থীদের সঙ্গে ভাগাভাগি করবো। তিনি বলেন, আমরা মানুষ। আমরা মানবতার পাশে দাঁড়িয়েছি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মতবিনিময়ের পর সাংবাদিকদের কাছে এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, যদিও আমরা ধনী না, তবে আমাদের মন আছে। তারা মানুষ, আমরা তাদের সাগরে ছুড়ে ফেলতে পারি না।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর ওপর প্রথম স্প্যান বসানোর খবরে নিজের উচ্ছ¡াস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা প্রমাণ করেছি, আমরাও করতে পারি। আমি খুব খুশি।
আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা, বাঙালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা যা চাই, তাই করতে পারি, যদি আমরা সৎ ও সংকল্পবদ্ধ থাকি।
তিনি বলেন, গলবøাডার অপারেশনের পর চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিলেও তিনি তা উপেক্ষা করেই দেখা করছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে।
দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংকের মুখ ফিরিয়ে নেয়ার পর, নিজেদের অর্থায়নেই তা করে দেখানোর সাহসী সিদ্ধান্তের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের জন্য বড় সিদ্ধান্ত। নিজেদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা আমাদের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। তিনি বলেন, পদ্মার মতো একটি খর স্রোতা নদীতে এমন বড়মাপের সেতু নির্মাণ কাজে হাত দিয়ে আমরা বিশ্বের বুকে উদাহরণ সৃষ্টি করেছি।
নিজের রাজনীতির লক্ষ্যের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা যে জনগণের জন্য রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি এবং আমরা পারি; তা প্রমাণ করেছি। স্বপ্নের এই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য দেশী-বিদেশী সকল বাংলাদেশীর প্রতি অভিনন্দন জানান তিনি।
দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতুর ওপর গত শনিবার শরিয়তপুরের জাজিরা পয়েন্টে প্রথম স্প্যান বসানোর ফলে এটি এখন দৃশ্যমান হয়ে উঠেছে। প্রায় ৩২০০ টন ওজনের প্রথম স্প্যান সেতুর ৩৭ এবং ৩৮ নম্বর পিলারের ওপর ওইদিন সকালে স্থাপন করা হয়েছে।



 

Show all comments
  • Khalilur Rahman ৩ অক্টোবর, ২০১৭, ১১:৩৮ এএম says : 0
    মারহাবা
    Total Reply(0) Reply
  • Saiful Islam Sarkar ৩ অক্টোবর, ২০১৭, ১১:৩৯ এএম says : 0
    ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Rahaman Liton ৩ অক্টোবর, ২০১৭, ১২:০১ পিএম says : 0
    Believe in Allah. আল্লাহ্ ভরসা। সুতরাং এই নির্যাতিত, মাসুম, মজলুম রহিংগ্গাদের উচিলাই আল্লাহ্ নিশ্চয় বাংলাদেশের জনগণকে পুরস্কৃত করবেন। just believe in Allah.
    Total Reply(0) Reply
  • Khairul Islam Nalbee ৩ অক্টোবর, ২০১৭, ১২:০৭ পিএম says : 0
    বাংলাদেশের মানুষ নিজেদের আবেগ দিয়ে অসহায় মানুষদের আশ্রয় দিয়েছে। অনেক স্বেচ্ছা সেবক দিন রাত খেটেছেন। মানুষের মতামতকে মূল্য দিয়ে সরকারও তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে। বর্ডার খুলে দিয়েছে। সেনাবাহিনী রোহিংগাদের দেখাশোনা করছে।
    Total Reply(0) Reply
  • Aminul Haque ৩ অক্টোবর, ২০১৭, ১:১৪ পিএম says : 0
    রোহিঙ্গা গনহত্যার জন্য মিয়ানমারের সুচি ও সেনাবাহিনীর পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কম দায়ী নয় ।নিরাপত্তা পরিষদের অনৈক্য মিয়ানমারে সামরিক বাহিনী কে বেপরোয়া করে তুলেছে ।
    Total Reply(0) Reply
  • Md Mahbub ৩ অক্টোবর, ২০১৭, ১:১৬ পিএম says : 0
    আমার মনে হয় এই মুহুর্তে আমাদের দরকার রোহিঙ্গাদের ঢালাওভাবে জায়গা দেয়ার পাশাপাশি বার্মার ওপর জোরালো চাপ সৃষ্টি করা
    Total Reply(0) Reply
  • Zowadul Karim Khan ৩ অক্টোবর, ২০১৭, ১:২৭ পিএম says : 0
    মিয়ানমার সুযোগ বুঝে নির্যাতনের মাত্রা বাড়াচ্ছে।
    Total Reply(0) Reply
  • M.h. Sumon ৩ অক্টোবর, ২০১৭, ১:২৯ পিএম says : 0
    এখন যারা আসছে এরা রোহিঙ্গা কিনা যাচাই করা উচিত।
    Total Reply(0) Reply
  • শাহাদাৎ হোসাইন ৩ অক্টোবর, ২০১৭, ১:৩১ পিএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • লোকমান ৩ অক্টোবর, ২০১৭, ১:৩১ পিএম says : 0
    আল্লাহ আপনাকে উত্তম জাযাহ প্রদান করুক। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ