Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিইসি’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সেনা বাহিনীর অধীনেই নির্বাচন চায় মুসলিম লীগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ বিলুপ্ত করে সেনাবাহিনীর অধীনে নির্বাচন চায় বাংলাদেশ মুসলিম লীগ। নির্বাচনের তিন মাস আগে বর্তমান সংসদ বিলুপ্ত ও নির্বাচনের এক সপ্তাহ আগে বিচারকি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে দলটি। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। ১৮ সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি বদরুদ্দোজা আহমেদ সুজা । এতে আরো উপস্থিত ছিলেন, মহাসচিব কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম, আব্দুল আজিজ হাওলাদার, অধ্যাপক আব্দুল মোত্তালিব আকন্দ, শহগীদুল ইসলাম, মর্ত্তুজা আলী চৌধুরী ও ওয়াজের আলী মোড়ল। মতবিনিময় সভায় দলটি ২২টি লিখিত দাবী পেশ করে। এ পর্যন্ত ১৯টি দলের সঙ্গে মতবিনিময় করল সাংবিধানিকপ প্রতিষ্ঠানটি। এ ছাড়া গতকাল বিকেল তিনটায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপ করবে ইসি।
মতবিনিময় সভায় দলটি ২৪টি লিখিত দাবি জানায়। এ গুলোর মধ্যে রয়েছে, ইসিতে নিবন্ধিত প্রত্যেকটি দলের একজন প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন। কাস্টিং ভোটের পরিমাণ ৫০ শতাংশের কম হলে আবার নির্বাচনের ব্যবস্থা করারও দাবি জানায় দলটি। এ ছাড়াও দলগুলো অন্যান্য দাবির মধ্যে রয়েছে ইভিএম ব্যবহার না করা, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো, না ভোটের ব্যবস্থা না রাখা, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলের নিজ নিজ প্রতীকে নির্বাচন করা বাধ্যতামূলক করা, দলের সঙ্গে সংশ্লিষ্টদের নির্বাচনী দায়িত্ব না দেয়া, রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব জেলা প্রশাসকের পরিবর্তে অতিরিক্ত জেলা জজদের দেয়ার দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ