পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সামাজিক দায়বদ্ধতা কর্মসুচীর (সিএসআর) আওতায় কুমিল্লা জেলার মুরাদনগর থানায় অবস্থিত বাবুটিপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১লাখ এবং চাঁদ তারা জামে মসজিদ-কে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ৫০হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। সম্প্রতি ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক লি. এর সম্মানিত চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী এবং উপ ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির এর সাথে বাবুটিপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং চাঁদ তারা জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য বেলাল হোসেন সরকার এর নিকট আর্থিক অনুদানের চেক হস্থান্তর করেন ।
নাটোরে কালিকাপুর-শাইলকোনা সড়কে ভাঙন
নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুর-শাইলকোনা সড়কের বজরাপুর স্থানে রাস্তা ভেঙ্গে প্রায় চার ফুট গর্তের সৃষ্টি হয়েছে। দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হলে রাস্তার ক্ষতির পরিমান বাড়তে থাকবে। স্থানীয়দের দাবী রাস্তাটি দ্রæত মেরামত করা প্রয়োজন। বজরাপুর সরকার পাড়া গ্রামের নাহিদ আলী বলেন, কয়েকমাস আগে পাকা করা রাস্তা অল্প সময়ের ব্যবধানে ভেঙ্গে গেল। দ্রæত রাস্তাটি স্থায়ীভাবে মেরামত করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এস এম শরিফ খান জানান, রাস্তা ভাঙ্গার ঘটনা সঠিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।