পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপে বাংলাদেশ আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রশংসা অর্জন করেছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বিশ্ব জনমত গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর কূটনৈতিক উদ্যোগের কারণে বিশ্বের নেতৃবৃন্দ মিয়ানমার সরকারের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। খুব শীঘ্রই রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সমিতি আরব আমিরাতের উদ্যোগে শারজাহ হলিডে ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান ও শিক্ষানুরাগী আলহাজ্ব ব্যরিস্টার জাকীর আহম্মদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে ও নাছির উদ্দিন কাওছারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও সৈয়দ আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। আরো বক্তব্য রাখেন মোহাম্মদ নওশের আলী, মোহাম্মাদ সজিব, ইসমাঈল গনি চৌধুরী, কাজী মোহাম্মাদ আলী, মোহাম্মদ শাহাজাহান মিয়াজি, মাহাবুব হোসেন, হাফেজ আবদুল হক, মাওলানা শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তাজউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, জি এম জাগিরদার, এয়ার মোহাম্মাদ, হাজী শফিকুল ইসলাম ও এম কামালসহ প্রমুখ নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।