পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের দু’গ্রæপের সংঘাতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার গভীর রাতে নন্দনকাননের ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কৃষ্ণা দাশ (৪০) ও শাওন (২০)। কৃষ্ণার বাঁ পায়ে এবং শাওনের ডান পায়ে গুলি লাগে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষ্ণা ১ নম্বর গলির অনুপ দাশের স্ত্রী। শাওন ঝাউতলা এলাকার বাসিন্দা খোকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগের অমিত মুহুরী গ্রেফতারের হওয়ার পর ওই এলাকার দখল নিতে চাচ্ছে ছাত্রলীগের শাহরিয়ার নিলয় ও শশী। অমিতের অনুসারীরা তা ঠেকাতে চাইছে। ওই কোন্দল থেকে এক পক্ষ রাতে গুলিবর্ষণ করেছিল। কোতোয়ালি থানার ওসি জানান, কয়েকদিন আগে এলাকায় নিলয়ের নামে পোস্টার লাগায় তার অনুসারীরা। সে পোস্টার অমিতের অনুসারীরা ছিঁড়ে ফেলায় এলাকায় ঝামেলা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।