পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : রোহিঙ্গাদের সাহায্যে দেশের সব বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
গতকাল শনিবার সকালে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের জন্য বেক্সিমকোর চিকিৎসা শিবির উদ্বোধনের সময় এ আহŸান জানান তিনি। রোহিঙ্গাদের যতদিন দরকার ততদিন এই চিকিৎসাসেবা চালু থাকবে বলেও জানান তিনি। এ ছাড়া রোহিঙ্গাদের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সালমান এফ রহমান।
এসময় সালমান এফ রহমান বলেন, সরকারের তরফ থেকে যতটুকু করা হোক বা আন্তর্জাতিক ভাবে সহায়তার পাশাপাশি বেসরকারি ভাবেও সাহায্য করা দরকার। আমরা বেক্সিমকো থেকে শুরু করেছি, আমি সবাইকে আহŸান জানাই রোহিঙ্গাদের সাহায্য করতে। কারণ প্রধানমন্ত্রী এদের জন্য সহায়তার হাত বাড়াতে বলেছেন। আমাদের সকলের দায়িত্ব এখন এগিয়ে আসা।
এর আগে বেক্সিমকো গ্রæপের উদ্যোগে নির্মিত একটি মসজিদের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।