Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের সাহায্যে বিত্তবানরা এগিয়ে আসুন -উখিয়ায় সালমান এফ রহমান

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : রোহিঙ্গাদের সাহায্যে দেশের সব বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহŸান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
গতকাল শনিবার সকালে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের জন্য বেক্সিমকোর চিকিৎসা শিবির উদ্বোধনের সময় এ আহŸান জানান তিনি। রোহিঙ্গাদের যতদিন দরকার ততদিন এই চিকিৎসাসেবা চালু থাকবে বলেও জানান তিনি। এ ছাড়া রোহিঙ্গাদের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করেন সালমান এফ রহমান।
এসময় সালমান এফ রহমান বলেন, সরকারের তরফ থেকে যতটুকু করা হোক বা আন্তর্জাতিক ভাবে সহায়তার পাশাপাশি বেসরকারি ভাবেও সাহায্য করা দরকার। আমরা বেক্সিমকো থেকে শুরু করেছি, আমি সবাইকে আহŸান জানাই রোহিঙ্গাদের সাহায্য করতে। কারণ প্রধানমন্ত্রী এদের জন্য সহায়তার হাত বাড়াতে বলেছেন। আমাদের সকলের দায়িত্ব এখন এগিয়ে আসা।
এর আগে বেক্সিমকো গ্রæপের উদ্যোগে নির্মিত একটি মসজিদের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান।

 



 

Show all comments
  • শেখ শহীদ ১ অক্টোবর, ২০১৭, ১:২৭ পিএম says : 0
    সরকারী চাকরীজিবিরাইতো এখন দেশের বৃত্তবান, তাদেরকে আহব্বান জানানোর চেষ্টা করুন। তাদের সবার ১ দিনের বেতনের টাকা দিলে ৫ লাখ রোহিঙ্গার ১ মাসের খোরাক হয়ে যাবে। আর এই আহবানটি আমাদের সমাজের বা দেশের কেহই জানায় না, কিন্তু কেন? রোহিঙ্গাদের জন্য নাহয়, দেশের উত্তর বঙ্গের যে বন্যা কবলীত মানুষ অাছে তাদের জন্যওতো এটা করা যেতে পারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ