Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

টেকনাফে ৬২ লাখ টাকার ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিক আটক

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী বরাবর নাফ নদীতে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭৭ হাজার ৫শ’ টাকার মূল্যের ২০ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আটককৃতরা হলেন, মিয়ানমারের আশিকাপাড়ার মোঃ ইউনুছ আলীর ছেলে মোঃ ফয়সাল (২০), নাইটারডেলের ফয়েজ আহম্মদের ছেলে মোহাম্মদ আলী (২০), কাইংখালীর রশিদ আহম্মদের ছেলে মোঃ আব্দুল (২০)।
জানা গেছে, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও বরইতলী ঘাটের দু’টি দালাল সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত দিয়ে প্রতিদিন রোহিঙ্গারা মিয়ানমারে যাচ্ছে এবং বাংলাদেশে আসছে। তম্মধ্যে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মৃত ছৈয়দ হোসনের ছেলে ইউছুফ, মৃত আবদুর রশিদের ছেলে সরোয়ার ও বরইতলীর নুরুল আলমের ছেলে ফরিদ উল্লাহ।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ২৯ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের বড়ইতলী (উঠনী) বরাবর নাফ নদীর কিনারা দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ২০ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ তিন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, হস্তচালিত কাঠের নৌকা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ