পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিউইয়র্ক থেকে এনা : নিউইয়র্কে বাংলাদেশী যুবক মোহাম্মদ রাসেল সিদ্দিকীর ২৫ বছরের কারাদন্ড হয়েছে। ২০১৪ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত ব্রæকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় বাংলাদেশী ব্যবসায়ী মহিউদ্দিন মাহমুদ দুলালকে (৫৭) গলা কেটে হত্যা মামলায় রাসেল সিদ্দিকীকে নিউইয়র্কের আদালত ২৫ বছরের কারাদÐ দিয়েছে। গত ২৯ সেপ্টেম্বর (নিউইয়র্ক সময়) ব্রæকলীন সুপ্রীম কোর্টের বিচারপতি নীল ফিরেটোগ এ রায় প্রদান করেন। এ সময় ৩০ বছর বয়সী আসামী রাসেল ছিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। রাসেল গ্রেফতারের পর থেকে বিচারের রায় পর্যন্ত নিজের দোষ স্বীকার করেন। এমন নৃশংস হত্যাকাÐে অন্য কেউ জড়িত নয় বলেও সে আদালতকে জানায়।
রায়ের পর ব্রæকলীনের ডিস্ট্রিক্ট এটর্নী এরিক গাঞ্জালেস গণমাধ্যমকে জানান, রাসেল কাÐজ্ঞানহীন কাজ করেছে। কারাদÐের মেয়াদ শেষে রাসেলকে আরো ৫ বছর নজদারিতে থাকতে হবে। মামলার রায়ের সময় আদালতে দুলাল শিশু সন্তানসহ স্ত্রী আফরোজা কান্নায় ভেঙে পড়েন। তিনি রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
রাসেল আদালতকে জানায়, সময় মত ভাড়া পরিশোধ করতে পারেনি বলে সব সময় দুলাল তাকে তুচ্ছ- তাচ্ছিল করতো। এটি তার সহ্য হয়নি। সে জন্যই সে দুলালকে ধারালো তলওয়ার দিয়ে হত্যা করে।
স›দ্বীপের সন্তান দুলালের ব্যবসা প্রতিষ্ঠানের বেইসমেন্টে নোয়খালির রাসেল ভাড়া থাকতো। দুলালকে হত্যা করে রাসেল বাংলাদেশে পালিয়ে যাবার চেষ্টা করেছিলো। দুই দিন পর নিউইয়র্ক পুলিশ তাকে জেএফকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।