পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নাঙ্গলকোট(কুমিল্লা)উপজেলা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে স্কুল টিফিন বক্স বিতরণ উপলক্ষে আলোচনা সভা বুধবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন জাসেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান ভুঁইয়া, বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান অহিদের রহমান, সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার হোসাইন আহমেদ, জহির উদ্দিন ভুঁইয়া, বিদ্যালয় পচিালনা কমিটির সহ সভাপতি ইয়াছিন মোল্লা, প্রধান শিক্ষক সামছুন্নাহার, অভিভাবক সদস্য আবদুল আউয়াল, ইসমাইল মোল্লা, মাষ্টার ওমর ফারুক প্রমুখ। সভায় বিদ্যালয়ে অধ্যয়নরত ৩য় ৪র্থ ও ৫ম শ্রেণীর ২শত ৩০জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।