ইভিএম-এ ভোট কেন?
আগামী জাতীয় নির্বাচনে ইভিএম-এ ১৫০ আসনে ভোট গ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। কাকতালীয় কিনা জানি না, ১৫০ সংখ্যাটা আমাদের এর আগে চিনিয়েছিলেন রকিবুল
পাকা সংযোগ সড়ক চাই
মাগুরা-লাঙ্গলবাঁধ ভায়া শ্রীপুর ও শ্রীপুর-লাঙ্গলবাঁধ ভায়া নবগ্রামÍএই পাকা সড়ক দুটি তৈরি হওয়ায় শ্রীপুর এলাকার যোগাযোগের উন্নতি ঘটেছে। এ দুটি পাকা সড়কের সঙ্গে পাকা সংযোগ সড়ক তৈরির দাবি দীর্ঘদিনের। দুই দফা মাগুরা-লাঙ্গলবাঁধ ভায়া শ্রীপুর রোডের মাশালিয়া কালভার্ট থেকে মাশালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এ বছর পাকা হয়েছে। কিন্তু মাশালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে শ্রীপুর-লাঙ্গলবাঁধ ভায়া নবগ্রাম পাকা সড়কের নবগ্রাম মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা এখনো কাঁচা রয়েছে। এই কাঁচা রাস্তার জন্য ভোগান্তির শিকার হচ্ছে নবগ্রাম ও মাশালিয়া স্কুলের ছাত্র-ছাত্রী ও স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা। তা ছাড়া এই এক কিলোমিটার কাঁচা সড়ক পাকা করলে মাগুরা-লাঙ্গলবাঁধ ভায়া শ্রীপুর ও শ্রীপুর-লাঙ্গলবাঁধ ভায়া নবগ্রাম পাকা সড়ক দুটির মধ্যে পুরোপুরি সংযোগ স্থাপিত হবে। এতে প্রায় তিন কিলোমিটার পথ কমে যাবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন, মাশালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে নবগ্রাম মসজিদ পর্যন্ত এই এক কিলোমিটার কাঁচা সড়কটি অবিলম্বে পাকা করা হোক।
মনোজিৎ কুমার দাস, লাঙ্গলবাঁধ, মাগুরা।
কী অপরাধ তাদের
মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের ওপর এক মাস ধরে অমানুষিক নির্যাতন চালানো হচ্ছে। তাদের দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। মানুষের প্রতি মানুষের এ নির্মমতার কারণ কী? বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের যে ভূমিকা রাখার কথা, তারাও তা রাখতে পারছে না। জাতিসংঘের বর্তমান মহাসচিব অন্য বিশ্ব দেখাবেন বলে কথা দিয়েছিলেন। তবে এই কি তাঁর অন্য বিশ্বের রূপ? জাতিসংঘ মিয়ানমারের মানুষগুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে। যারা মানুষের প্রতি অত্যাচার করছে তাদের উপযুক্ত শাস্তি দেবেÍএমনটাই প্রত্যাশা বিশ্বের প্রত্যেকটি মানুষের। বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা অনুপ্রবেশকারী। তাদের বেঁচে থাকার জন্য একটুখানি ভালোবাসার প্রয়োজন। মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য।
জাকারিয়া হাসান, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।