Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সার্ভো’ লুব্রিকেন্টস পণ্য বাজারে আনল রানার

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বমানের লুব্রিকেন্ট ব্র্যান্ড ‘সার্ভো’ এখন থেকে বাংলাদেশেও পাওয়া যাবে। ভারতের অন্যতম শীর্ষ সরকারী পেট্রেলিয়াম কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড রানার গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান রানার ল্যুব অ্যান্ড এনার্জি লিমিটেডের মাধ্যমে এই লুব্রিকেন্ট পণ্য বাজারজাত করবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রানার ল্যুব অ্যান্ড এনার্জি লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই ব্র্যান্ড বাজারে আনার ঘোষণা দেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রানার ল্যুব অ্যান্ড এনার্জি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, সহকারী পরিচালক সৈয়দ নাজিব এম রহমান এবং ইন্ডিয়ান অয়েলের উর্দ্ধতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্ডিয়ান অয়েল করপোরেশনের গবেষণা ও উন্নয়নের ফসল সার্ভো লুব্রিকেন্ট ব্র্যান্ডের উপস্থিতি রয়েছে আফ্রিকা, দক্ষিন-পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার ২৭ টি দেশে। ভারত ও নেপালের শক্তিশালী অবস্থানের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও সার্ভোর সরব উপস্থিতি রয়েছে। বাংলাদেশেও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে রানার ল্যুব অ্যান্ড এনার্জি লিমিটেড গ্রাহকের দ্বোরগোড়ায় সার্ভোর পণ্যসামগ্রী পৌছে দেবে। রানার গ্রæপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এটিকে একটি মাইলফলক উল্লেখ করে বলেন, ‘ভারত তথা এশিয়ার বাজারের সিংহভাগ মার্কেট শেয়ার দখলকারী ব্র্যান্ড সাার্ভো বাংলাদেশেও গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ