Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণের দাম আবার কমলো

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নতুন মূল্য নির্ধারণের পর পাঁচ দিন যেতে না যেতেই আবারও স্বর্ণের দাম কমিয়েছেন ব্যবসায়ীরা। ভরিতে (২২ ক্যারেট) এক হাজার ১৬৬ টাকা কমিয়েছেন ব্যবসায়ীরা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদেরকে এখন ৪৭ হাজার ৮০৬ টাকা খরচ করতে হবে। আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে এই মূল্য কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। গত বুধবার থেকে ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছিল। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে চার হাজার ১০০ টাকা বা প্রতি ভরি ৪৭ হাজার ৮০৬টাকা। গতকাল সোমবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৪৮ হাজার ৯৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম তিন হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম তিন হাজার ৪৫০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম দুই হাজার ১৭৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছুটা কম হলেও কখনোই আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের দামের সমন্বয় করছেন না ব্যবসায়ীরা।



 

Show all comments
  • jahangir alam jahid ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০৮ পিএম says : 0
    its really good. now we can thing for buy something
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ