পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বর্তমান বিশ্বে অর্থনীতির মূল চালিকাশক্তি পর্যটন। বিশ্বায়নের এ যুগে পর্যটন এক নম্বরে থাকায় একে বহুমূখী করা হয়েছে। গতকাল (সোমবার) নগরীর আগ্রাবাদ হোটেলের কনফারেন্স রুমে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী একথা বলেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এবার বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হলোঃ ‘সাসটেইনেবল ট্যুরিজম-এ টুল ফর ডেভেলপমেন্ট’।
লিখিত বক্তব্যে হোটেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট হাকিম আলী বলেন, বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও পর্যটন শিল্প সব পরিস্থিতি মোকাবেলা করে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। চট্টগ্রামে পর্যটনের অফুরন্ত সম্ভাবনা। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের দেশটি আল্লাহ অপরূপভাবে সাজিয়েছেন। সবই আছে এ চট্টগ্রামে। শুধু প্রয়োজন অবকাঠামো উন্নয়ন এবং পর্যটন স্পটগুলোর রক্ষণাবেক্ষণ। তাহলে আগামী ১০ বছরের মধ্যে অর্থনীতিতে সর্বোচ্চ অবদান থাকবে এ পর্যটন খাত থেকে।
তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। বিশেষ করে চট্টগ্রাম দেশের পর্যটন শিল্পের এক অবিচ্ছেদ্য স্থান। বৃহত্তর চট্টগ্রামে রয়েছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত যা বিশ্বমানের। উপমহাদেশের বৃহত্তম কাপ্তাই লেক, ফয়’স লেক, পার্বত্য চট্টগ্রামের বন্যপ্রাণী হাতি, সর্বোচ্চ পাহাড়, পতেঙ্গা সমুদ্র সৈকত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ ওয়্যার সেমিট্রি, কোর্ট বিল্ডিং, দৃষ্টিনন্দন সার্কিট হাউস, রাঙ্গামাটি-বান্দরবান উপজাতি, ঐতিহাসিক পুরোকীর্তি, দর্শনীয় স্থান ও প্রাকৃতিক সৌন্দর্যের মনোলোভা পরিবেশ। এ বছরকেও সরকার পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার পর্যটক আকর্ষণের প্রচারণায় একশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর ফলে দেশ অদূর ভবিষ্যতে পর্যটন সমৃদ্ধ দেশের তালিকায় উন্নীত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।