Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা সংক্রান্ত কোনো তথ্য নেই

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে শিল্পমন্ত্রী
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা সংক্রান্ত কোনও তথ্য আমাদের কাছে নাই, কোনও সত্যতাও নাই এবং এটা নিয়ে কোনও আলোচনাও হয়নি আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। গতকাল রোববার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে শেষে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিসভার এ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাহজাহান খান এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল: স¤প্রতি এ ধরনের তথ্য ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত কোনও তথ্য আগে থেকে ছিল কিনা সে ব্যাপারে জানতে চাইলে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা সংক্রান্ত কোনও তথ্য আমাদের কাছে নাই, কোনও সত্যতাও নাই। তাই এ বিষয়ে কোনও আলোচনাও হয়নি আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। এসময় তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে একটা শ্রেণি সা¤প্রদায়িক উস্কানি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ইউটিউব ও অনলাইনে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়াচ্ছে। অথচ এগুলোর কোনও সত্যতা নাই। ভিন্ন ধর্মাবলম্বীরা বরং রোহিঙ্গাদের সাহায্যে কাজ করছেন। এসময় রোহিঙ্গা ইস্যুতে কোনও ধরনের অপপ্রচারে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা পরিস্থিতি সরকার সঠিকভাবে মোকাবিলা করছে। নাফ নদীতে মাদক চোরাচালান রোধে সরকারের যে পদক্ষেপ ছিল রোহিঙ্গা সংকটের কারণে তা আপাতত স্তিমিত হয়ে আছে। তবে শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের কোনও ধরনের স্ট্যাটাস (রিফিউজি স্ট্যাটাস টাইপ) দেয়া হবে কিনা জানতে চাইলে আমির হোসেন আমু বলেন, এ ধরনের কোনও চিন্তাভাবনা নাই। আমরা চাই তারা ফিরে যাক। তবে তাদের চিহ্নিত করা এবং শৃঙ্খলা রক্ষার জন্য রেজিস্ট্রেশন করানো হচ্ছে। এ ব্যাপারে শিল্পমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সমস্যা এখন দেশের বড় সমস্যা। আমাদের দেশের জনসংখ্যা বেশি কিন্তু আয়তন কম। তারপরও আমাদের প্রধানমন্ত্রী মানবিক কারণে তাদের কাছে টেনে নিয়েছেন, আশ্রয় দিয়েছেন। তাদের খাদ্য ও চিকিৎসাসহ সব রকমের সহযোহিতা করা হচ্ছে। এখন পর্যন্ত সাড়ে চার লাখ রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। এখনও প্রতিদিন লোক আসছে। তারা যাতে বিচ্ছিন্নভাবে বাইরে না থাকে সেজন্য বারোটি ক্যাম্প করা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে। এখন প্রয়োজন আন্তর্জাতিক সাহায্য বৃদ্ধি করা। আসন্ন দুর্গা পূজার প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকটা পূজা-মন্ডপের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে যাতে দুষ্কৃতিকারীরা কোনও অঘটন ঘটাতে না পারে। দেশের সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছে। এসময় তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা বন্ধে সরকার কঠোর হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীগুলো আসামিদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেয়ার চেষ্টা করছে। তবে মাঝে মাঝে আমাদের দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করলেও তারা সুবিধা করতে পারছে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা (জঙ্গিরা) পেরে উঠছে না। এখন মসজিদের ইমামরা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। সেই সঙ্গে তারা যেন মাদকের বিরুদ্ধেও কথা বলেন সে অনুরোধ জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ