Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশি-বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে -সেতুমন্ত্রী

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১:১৩ পিএম | আপডেট : ৪:২৬ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রোববার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের সাহসী ও মানবিক ভূমিকা দুনিয়া জুড়ে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বিপন্ন রোহিঙ্গাদের ত্রাণ সহযোগিতা দেয়ার জন্য প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, বিএনপি-ই এ নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালাচ্ছে। রোহিঙ্গাদের দুরবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।

সভা শেষে নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের পরিবারের হাতে দশ হাজার টাকা করে তুলে দেন ওবায়দুল কাদের



 

Show all comments
  • S. Anwar ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ৯:৫৭ পিএম says : 0
    মন্ত্রীসাব, শাস্ত্রে বলে-- জ্ঞানী লোকেরা নাকি বলেন কম, শোনেন বেশী। কারনে-অকারনে বেশী কথা বলার বদ-অভ্যাসের ফলে বিশেষ গুরুত্বপুর্ণ মানুষও যেমন গুরুত্বহীন হয় তেমনি কখনো কখনো এই অভ্যাস-দোষে বেফাঁস কথা বলে সেই ব্যক্তি মিথ্যাবাদীতেও পরিনত হয়। এই যে আপনি বলছেন, দেশে-বিদেশে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং শিল্পমন্ত্রী বলছেন শেখ হাসিনাকে চেষ্টার কথা সম্পুর্ণ বানোয়াট-ভিত্তিহীন-গুজব। এখন আমরা কার কথা বিশ্বাস করবো এবং কাকে মিথ্যাবাদী হিসাবে গন্য করবো.???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ