পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশে ফিরেছেন। প্রায় ১৫ দিনের বিদেশ সফর শেষে গতকাল রাত ১০টা ৪০ মিনিটে তিনি জাপান থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে ঢাকায় পৌঁছান। এ তথ্য জানিয়েছেন তার একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান। এর আগে এসকে সিনহা ব্যক্তিগত কাজে গত ৮ সেপ্টেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন।
জানা গেছে, অসুস্থ মেয়েকে দেখতে কানাডায় যান প্রধান বিচারপতি। সেখানে এক সপ্তাহ অবস্থান করেন। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে তিনি ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে জাপান যান। দেশটির রাজধানী টোকিওতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে এসকে সিনহাকে আমন্ত্রণ জানিয়েছিলেন জাপানের প্রধান বিচারপতি।
এদিকে প্রধান বিচারপতির অবর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে তার দায়িত্ব পালন করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।