পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের এজিএম ও দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৯টায় এজিএম ও বেলা ২টা থেকে ভোটগ্রহণ শুরু। এজিএমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।
জানা গেছে, বিআরডিবি অফিসার্স অ্যাসোসিয়েশনে ২১ পদের বিপরীতে এবার ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ২ জন, মহাসচিব পদে ৫, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনসহ অন্য পদে একাধিক প্রার্থী রয়েছেন। মহাসচিব পদে সর্বাধিক প্রার্থী হওয়ায় কে এই পদে বিজয়ী হবেন, এ নিয়ে চলছে নানাবিধ হিসাব-নিকাশ। সংশ্লিষ্টদের মতে, বিআরডিবির সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান এ পদে এগিয়ে রয়েছেন। মহাসচিব পদপ্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের লিয়াঁজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করায় তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বিআরডিবির স্বার্থে সম্পর্কের একটি সেতুবন্ধ তৈরি করেছেন। তিনি মহাসচিব নির্বাচিত হলে সম্পর্কের ভিত্তিতে বিআরডিবির উন্নয়নে কাজ করতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।